বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, বেতন ৬৯ হাজার
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে অস্থায়ী এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার সায়েন্সে স্নাতক বা প্রযুক্তিগত সনদপত্রধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন দেওয়া হবে ৬৯ হাজার ৯৮১ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইট (bit.ly/2g8q8cX) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৮ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।