দ্য ডেইলি স্টারে নতুনদের চাকরির সুযোগ
দ্য ডেইলি স্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংবাদমাধ্যমটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, মানবসম্পদ বিভাগ।
যোগ্যতা
স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। এমএস এক্সেলের কাজ জানা বাধ্যতামূলক। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে অন্তত ২৬ শব্দ থাকতে হবে। ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfSDGs6Z9o16gC8rfaflcCASPGVvv8CB2fgTUVCl8l8FkQc_Q/viewform?pli=1 গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা
২৯ সেপ্টেম্বর, ২০২৩
সূত্র : প্রথম আলো