কমিশন্ড অফিসার পদে নিয়োগ দেবে নৌবাহিনী

Looks like you've blocked notifications!

বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-বি ডিইও ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি কমিশন্ড অফিসার পদে নৌবাহিনীর মোট তিনটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম : কমিশন্ড অফিসার

যেসব শাখায় নিয়োগ

মোট তিন ধরনের শাখায় কমিশন্ড অফিসার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী), শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) ও শিক্ষা শাখায় (মেডিকেল-পুরুষ) জনবল নিয়োগ দিবে। বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলো থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এসব শাখায়।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষা শাখা (বিবিধ-বিষয়, নারী ও পুরুষ) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে। শিক্ষা শাখায় (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে। শিক্ষা শাখা (মেডিকেল, পুরুষ) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস-সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

বয়স : ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

আবেদনের সময়সীমা : প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীরা এই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।