নিয়োগ দেবে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, বেতন ৩৯,১৮০ টাকা

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছ এনজিও সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র। সংস্থাটিতে  যোগাযোগ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

যোগাযোগ কর্মকর্তা, কর্মী স্তর: ০৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতকোত্তর (যোগাযোগ/পাবলিক রিলেশন/অর্থনীতি/ সমাজবিজ্ঞান/চারুকলা অগ্রাধিকার) পাস হতে হবে। বয়স ৪০ থেকে ৪৫ বছর। বেসরকারি/গবেষণা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পদে ৭-৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন, কার্যকর যোগাযোগ উপকরণ ও অন্যান্য প্রকাশনাসমূহ সম্পাদনা, ডিজাইন ও মুদ্রণ কাজে  তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মাধ্যম (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) হালনাগাদের দক্ষতা থাকা। ডিএসকের অংশীজনদের সাথে যোগাযোগ কৌশল সুদৃঢ় করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ ও ভূমিকা পালন করা। গাফিক্স ডিজাইনে বাস্তব অভিজ্ঞতা।

বিভিন্ন বিভাগের সাথে আন্তঃযোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহে ভূমিকা রাখা। কেস স্টোরি, ভিডিও তৈরীর অভিজ্ঞতা। ইলাস্ট্রেটর (Illustrator) এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা। ইংরেজিতে প্রতিবেদন তৈরীর দক্ষতা থাকা।

কর্মস্থল

ঢাকা।

বেতন

৩৯১৮০/- (মাসিক )।

বেতন সর্বসাকুল্যে মাসিক ৩৯,১৮০ টাকা। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।

কোম্পানির সুযোগ সুবিধাদি

ডিএসকে -র চাকরি বিধিমালা অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাসহ তিনটি  উৎসব ভাতা, ভবিষ্য তহবিল (পি.এফ), স্বাস্থ্যসেবা ও গ্র্যাচুইয়িটি সুবিধা থাকবে।

বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা সিভি ইমেইল করতে পারবেন (dskhr@dskbangladesh.org) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২৪ ডিসেম্বর ২০২৩

সূত্র : বিডিজবস