স্নাতক পাসে নিয়োগ দেবে প্রথম আলো
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম আলো। প্রতিষ্ঠানটিতে নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইরেজিতে সৃজনশীল স্ক্রিপ্ট, ফিচার, নিউজ লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। ডিজিটাল ক্যাম্পেইন ভাবনা, পরিকল্পনা, কপিরাইটিং ও ভিডিও কনটেন্ট পরিকল্পনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম কনটেন্ট সম্পর্কে প্রয়োজনীয় ধারণাসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন
প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে;
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদনসহ জীবনবৃত্তান্ত career@prothomalo.com ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
২০ জানুয়ারি, ২০২৪।
সূত্র : প্রথম আলো