সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/13/smnbit-8-byaanker-siniyr-aphisaarer-cuuddaant-phl-prkaash.jpg)
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ১ হাজার ৬৯ জন নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত ১ হাজার ৬৯ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৪৩, জনতা ব্যাংকে ১৯৭, রূপালী ব্যাংকে ৬৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২২, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬২, কর্মসংস্থান ব্যাংকে ৭ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ২৭ জন মনোনীত হয়েছেন।