ভিডিও অনেক বানিয়েছি, তবে এই নির্মাণ তৃপ্তির, আনন্দের
কেউ অপেক্ষায়। অপেক্ষা জীবনের, বেঁচে থাকার, সুস্থ হয়ে ওঠার। সুস্থ হয়ে উঠতে প্রয়োজন চিকিৎসার আর চিকিৎসার জন্য প্রয়োজন অর্থের। এই অপেক্ষার প্রহর, জীবনের আশা, বেঁচে থাকার আকাঙ্খা পূরণ হয় ছোট বড় অসংখ্য মানবিক উদ্যোগে। সংবাদপত্রের পাতায় হাজারো ভালো খারাপ সংবাদের মাঝ থেকে মানবিক সাহায্যের আবেদনগুলো খুঁজে সেখানে অনুদান পৌঁছে দেন এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নয়। তাই তো এখনো হাসি ফোঁটে অসংখ্য অসহায়ের মুখে। বেঁচে থাকে জীবনের আশা।
আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন মানবিকতার গল্পকে ফ্রেমবন্দী করার আগে শঙ্কা ছিল। এই যে দাতা আর গ্রহীতার আবেগ, তাদের একের পাশে অন্যের দাঁড়ানো তা কতটা ফুটিয়ে তুলতে পারব? এরপর একটু একটু করে তুলে আনতে চেষ্টা করা এই প্রয়োজন আর মহানুভবতার জুড়ে যাওয়ার গল্পটিকে। যেখানে অজানা অচেনা চেহারা না দেখা কোনো এক শিশুর চিকিৎসায় পাশে দাঁড়ান একজন সচ্ছল ব্যাক্তি। বিকাশ অ্যাপের মাধ্যমে তার দেওয়া অনুদানে হাসি ফুটে ওঠে অসুস্থ শিশুটি আর তার মায়ের মুখে।
আমাদের এই নির্মাণ যারা সমাজের সচ্ছল যাদের সামান্য উদ্যোগে হাজারো মানুষের জীবনের আশা বেঁচে থাকে তাদের সবাইকে উৎসাহিত করতে। আর এই কাজটি করতে প্রয়োজন একটু সদিচ্ছা আর কয়েক সেকেন্ড সময়। হাতের মুঠোয় থাকা ফোন থেকে বিকাশ অ্যাপ দিয়েই এমন লাখো প্রকৃত সুবিধাবঞ্চিতর কাছে পৌঁছে যেতে পারেন যেকেউ। সাহায্যের অংক ১০০ টাকা হোক বা ১০০০০ সামর্থ্য অনুযায়ী তা পৌঁছে দেওয়া এখন সম্ভব, সহজ।
আমাদের নির্মিত এই ভিডিও দেখে কিছু মানুষ এগিয়ে আসবে অনুদান দিতে। ভাল কাজের অংশ হতে, ভালো কাজ করতে, মানবিক পৃথিবী তৈরি করতে। এটাই আমাদের আশা।
নিরাপদ ডিজিটাল লেনদেনকে উদ্বুদ্ধে নিয়োজিত ফেসবুক ভিত্তিক কমিউনিটি পেজ ‘বিকশিত বাংলাদেশ’ এর জন্য নির্মিত হয়েছে অনুদান সংগ্রহের ভিডিওটি।
ভিডিও লিংক: https://fb.watch/jQJPoub41b/
লেখক : পরিচালক, নির্মাতা