বড়দিন শেখায় সম্প্রীতি

২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিস্টধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টানপ্রধান ইউরোপজুড়ে অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করা হয় দিনটি। তবে, অসাম্প্রদায়িক বাংলায়ও সাড়ম্বরে এই উদযাপনটায় থাকে অন্যরকম রঙে আঁকা আলাদা একটি প্রাণ। এ অঞ্চলের গির্জায়-গিজায় বয়ে যায় বাংলার সুরলহরী। কেউ গাইতে থাকে—‘সুন্দর এই পুণ্য রাত/উজল তারার আলোয় ভরা পুণ্য রাত...জেগে থাকো তুমি, জেগে থাকো’, আবার কেউ গাইতে থাকে, ‘প্রভু...