প্রতিক্রিয়া

জাফর ইকবালের পাশে থাকা শিক্ষকদের কথা

Looks like you've blocked notifications!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার সময় ঘটনাস্থলে জাফর ইকবালের পাশে বসে থাকা দুজন শিক্ষককের অনুভূতি জানতে চাওয়া হয়।

তাঁদের একজন জাফর ইকবালেরই ছাত্র ছিলেন, বর্তমানে তিনি সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বলতে গেলে কোনো অনুভূতি নেই। আমি একেবারে স্যারের পাশে ছিলাম। তখন জাস্ট চেষ্টা করেছি লাফ দিয়ে স্যারকে ধরার। তখন তাঁকে সেভ করাটাই আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর কিছু বলতে পারি না। হামলাকারীর সঙ্গে আরো একজন ছিল বলে মনে হয়েছে। আমরা আরো একটু শান্ত থাকতে পারলে তাকে ধরা হয়তো সম্ভব হতো।’

আরেকজন শিক্ষক, যিনি এখন জাফর স্যারের অধীনে ইইই বিভাগেই কর্মরত, ইইই বিভাগের প্রভাষক রিতেস্বর তালুকদার বলেন, ‘আমি স্যারের বাঁ পাশে ছিলাম। স্যার একমনে একটা বই পড়ছিলেন। তখন একটা বিরতি ছিল। হঠাৎ পেছন থেকে ছেলেটি হামলা করে । আমরা স্যারকে জাপটে ধরি। ছেলেটির হাতে ছোট একটা ছোরা দেখেছি। স্যার তখন বারবার বলছিলেন, আমি অলরাইট, তোমরা ছেলেটাকে মেরো না। তারপর তিনি ইয়াসমিন ম্যামের সঙ্গে কথা বলার জন্য বলেন, আমরা ওনাকে কানেক্ট করি। স্যার জ্ঞান হারাননি। এবং খুব শক্ত ছিলেন। হামলাকারীকে অক্ষত রাখার জন্য বলছিলেন।’

শনিবার বিকেলে ইইই ফেস্টিভ্যাল চলাকালীন ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

লেখক : শিক্ষার্থী, শাবিপ্রবি, সিলেট।