ভুলি নাই ২১

শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে প্রথম কবিতা

Looks like you've blocked notifications!

’৫২ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে প্রথম শহীদ মিনার ধ্বংসের প্রতিক্রিয়ায় কবি আলাউদ্দিন আল আজাদ রচনা করেন একটি কবিতা। কবিতার নাম ছিল ‘স্মৃতিস্তম্ভ’। ঐতিহাসিক এই কবিতাটির কয়েকটি চরণ :

‘স্মৃতির মিনার
ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু
আমরা এখনো/চার কোটি পরিবার/
খাড়া রয়েছি তো। যে-ভিৎ
কখনো কোনো রাজন্য/
পারেনি ভাঙ্গতে।’ 

প্রথম শহীদ মিনার ভাঙার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আলাউদ্দিন আল আজাদ। পুলিশের এ নির্মমতা তাঁর হৃদয়কে বেদনাহত করে, তাঁকে বিদ্রোহী করে তোলে। পুলিশের হাতে প্রথম শহীদ মিনার ধ্বংসের তীব্র প্রতিক্রিয়ায় ইকবাল হলে বসে সঙ্গে সঙ্গেই এই কবিতা রচনা করেন তিনি।

গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ