ভুলি নাই ২১
আইন পরিষদ থেকে পদত্যাগকারী প্রথম সদস্য
১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি দৈনিক আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন পূর্ববঙ্গ পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দেন। গভর্নর ও পরিষদের স্পিকারকে লেখা একটি চিঠিতে তিনি বলেন, ‘বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা দাবি করায় ছাত্রদের উপর পুলিশ যে বর্বরতার পরিচয় দিয়াছে, তাহার প্রতিবাদে আমি পরিষদে আমার সদস্যপদ হইতে পদত্যাগ করিতেছি। যে নূরুল আমীন সরকারের আমিও একজন সমর্থক, এ ব্যাপারে তাহাদের ভূমিকা এত দূর লজ্জাজনক যে ক্ষমতায় অধিষ্ঠিত এই দলের সহিত সংযুক্ত থাকিতে এবং পরিষদের সদস্য হিসেবে বহাল থাকিতে আমি লজ্জাবোধ করিতেছি।’ আবুল কালাম শামসুদ্দীনই প্রথম সদস্য, যিনি একুশের হত্যাকাণ্ডের প্রতিবাদে আইন পরিষদ থেকে পদত্যাগ করেন।
গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ