ইতালিতে বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
ইতালিতে বাংলা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরুরি সভায় সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অংশগ্রহণে এই কমিটি গঠিত হয়।
সভায় সবার সম্মতিতে কার্যকরী কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এনটিভি ইউরোপের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক এবং ঢাকা টাইমসের ইউরোপ ব্যুরো প্রধান কমরেড খোন্দকারকে সদস্য সচিব ও গাজী টেলিভিশনের ইতালি প্রতিনিধি শাহীন খলিল কাউসারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং সম্মেলন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।