মক্কায় ভিন্ন পরিবেশে এনটিভির জন্মদিন পালন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এবং এনটিভির অনুষ্ঠান বিভাগের বার্তাপ্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার কেক না কেটেই ভিন্ন পরিবেশে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সৌদি আরবের মক্কা এনটিভি দর্শক ফোরাম। গতকাল শুক্রবার রাতে মক্কার কাকিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ এমরান হোসেন। এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি ছাড়াও মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ এম পারভেজ মৃধা, সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, সহসভাপতি শাহ আলম ডিস্কু, অর্থ সম্পাদক কাসেম আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক সাবের হোসেন, আপ্যায়ন সম্পাদক হাজি আবু তাহের, আবদুল আজিজ আপন উপস্থিত ছিলেন।
এ সময় মক্কা এনটিভি দর্শক ফোরামের নেতৃবৃন্দ এনটিভির জন্মদিনে পৃথক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।