মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম ও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত রোববার কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। শুরুতেই অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে মহান ভাষাশহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সেইসঙ্গে আয়োজন করা হয় কোমলমতি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন ছিল ভাষা দিবস উপলক্ষে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০ শিশু অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কে এম সালাতুজ্জামানের ছয় বছরের ছেলে কে এম ফাহমিদ জামান, দ্বিতীয় স্থান অর্জন করে ড. খালেদা শারমিনের ১০ বছর বয়সী মেয়ে নাজিফা শারমিন, যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে মোহাম্মদ আব্দুল লতিফের ১০ বছর বয়সী মেয়ে নুহা নাবিহা ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে মোহাম্মদ জরিফুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহাজান আলম সাজু, এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিচারকরা প্রত্যেক প্রতিযোগীর হাতে সার্টিফিকেট তুলে দেন। প্রতিযোগিতায় আরো যারা অংশগ্রহণ করে, তারা হলো এইচ এম খাইরুল বাশারের ১০ বছরের মেয়ে আয়েশা আল হোমায়ারা ও ১০ বছরের ছেলে জুবায়ের বিন বাশার, মোহাম্মদ সিরাজুল ইসলামের ১০ বছরের ছেলে মোহাম্মদ জায়েদুল ইসলাম, মনির হোসেনের আট বছরের মেয়ে মিফতাহুল জান্নাত নিরা, কে এম রেজাউল করিমের ছয় বছরের মেয়ে রামিন রেজা পারিশা, মোহাম্মদ ইমদাদুল হকের সাত বছরের মেয়ে ইসরাত নায়ার, মোহাম্মদ মোতাসিম আহমদের সাত বছরের মেয়ে জারিন জান্নাত, ড. মোহাম্মদ রেজাউল করিমের চার বছরের ছেলে তাহমিদ করিম জিসান, খালেদা শারমিনের ১৩ বছরের মেয়ে নুসাইবা শারমিন, মোহাম্মদ আব্দুল লতিফের ১০ বছরের ছেলে নুরা বারিরা ও মোহাম্মদ বকরের ছয় বছরের মেয়ে জারা।