মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট
কোভিড-১৯ মহামারিতে লকডাউনের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আগামী ১৩ মে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় ও মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর স্বপক্ষে হাইকমিশনের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সম্পন্ন করছে।
এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকেট ও মেডিকেলের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল।
মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০৭ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে চার হাজার ৭০২ জন।
এ ছাড়া দেশটিতে ৬৩ বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেও অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজের লিংক https://www.facebook.com/bdhckl