রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে বিজয় দিবস উদযাপন
সৌদি আরবের রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক ফোরামের ২০২১ সালের কমিটির অভিষেক ও এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১৩। রিয়াদের স্থানীয় ১৮ নম্বর এক্সিট আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরাবরের মতোই এ আয়োজনে স্পনসর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার ও ফয়সাল সিসি টিভি। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ফোরামের নবনির্বাচিত সভাপতি আলপনা ইয়াসমিন পলি।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের সভাপতি, বরেণ্য চিকিৎসক ডা. মনোজ কুমার দত্ত, বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবিদুর রহমান রোকন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ফোরামের জ্যেষ্ঠ সহ-সভাপতি এলমিস ফাতেমা চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুনীরা নওরীন, সহ-সভাপতি রিনা কিরন, সহ-সভাপতি হাজেরা জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ফারুক, সাংগঠনিক সম্পাদক মারিজ লিহাজী, ফোরাম উপদেষ্টা ডা. ন্যান্সি দেওয়ানজি প্রমুখ।
করোনায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ফারজানা ফারুক ও মরিয়ম আলী। এতে নাশরা কিরন, তন্নি, ওয়াফা হোসেন, রোজানা, ফাদিলা ও মারওয়ার নাচ, গান, কবিতায় প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা। এ ছাড়া গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন জাবেদ, ইউসুফ, কবি শাহীনুর। শেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পীদের উপহার দেওয়া হয়।
বাংলাদেশের জাতীয় পতাকা ও এনটিভি লোগোযুক্ত বাহারি সাজে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদেশে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সাংস্কৃতিক সংগঠক মুসা খান বাবু, কলতান সংগীত অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মমতাজ উল আলম তাজ, ফারুক হোসেন, তালুকদার হারুনুর রশিদ, মো. জাহাঙ্গীর আলম, আবদুস সালাম কিরন, জাহিদ পাটওয়ারী, আবদুর রহমান বেলাল, মনির হোসেন ডালিম, আবদুর জাহের ভূইয়া, রেজাউল করিম মিরাজ, কামরুল হাসান লিটন, সালাহ উদ্দিন, আল আমিন সরকার, মোখলেছ বীন মাহফুজ, আলমগীর কবির, শেখ বাদল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভির রিয়াদ প্রতিনিধি জুয়েল ফকির, আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন এবং ইউটিউব চ্যানেল বর্ণটিভির এমডি ফকির আল আমিন।