সারা দেশে মহান বিজয় দিবস পলিত
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধসহ সারা দেশে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীসহ বিভিন্ন নগরী ও উপজেলার সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এনটিভি প্রতিনিধিদের পাঠানো খবর
ভজন দাস নেত্রকোনা
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয় মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনি, পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. হিলালীর নেতৃত্বে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
সকাল ৮টায় ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনাসার ভিডিপি ও বিএনসিসির অংশগ্রহণে জেলা প্রশাসক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন তিনি।
শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সূর্যোদয়ের সাথে সঙ্গে সিরাজগঞ্জ বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় তারা জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের এম মনসুর আলী অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এ ছাড়া সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
রেজ আন উল বাশার তাপস, মেহেরপুর
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহের শহরের কলেজ মোড় সংলগ্ন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
রবিউল ইসলাম, বাগেরহাট
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের দশানী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এ সময় বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের দাঁড়িয়ে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেওয়া হয় গার্ড অব অনার। সবশেষ জেলা পরিষদের অডিটেরিয়ামে বিজয় মেলা উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলাব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের মজমপুর গেট হয়ে শোভাযাত্রাটি কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয় শেষ হয়। এর আগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিজয় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
আবু হোসাইন সুমন, মোংলা
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মোংলায় নৌ অঞ্চলে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে মোংলার দিগরাজ নেভাল বার্থে যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বসিত হয় আগত দর্শনার্থীরা
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা একটি শোভাযাত্রা বের করে। বিকেলে স্থানীয় চৌরঙ্গী থেকে জেলা বিএনপির শোভাযাত্রাটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, সদস্য ডাক্তার কে এম বাবর, এপিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর কবির দ্বারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।