সৌদি আরবে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু
দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই ভয়াবহ এক পরিস্থিতির দিকে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে হু-হু করে বেড়ে চলছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা। আর দীর্ঘ হচ্ছে বাংলাদেশিদের লাশের মিছিল।
সৌদি আরবের জেদ্দায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসমাইল হোসেন (সেলিম) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে গতকাল রোববার রাতে। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইসমাইল হোসেনের বয়স হয়েছিল ৪৫ বছর।
তিনি দীর্ঘদিন জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক এয়ারপোর্টে সৌদি এয়ারলাইনসের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর চাপরাশি বাড়ি।
করোনার পাশাপাশি হৃদরোগ নামক নীরব ঘাতক ছাড়ছে না প্রবাসীদের পিছু। একদিকে করোনা, অন্যদিকে মারণব্যাধি হৃদরোগ কেড়ে নিচ্ছে প্রবাসীদের প্রাণ। করোনায় মৃত্যুর সংখ্যার চেয়ে হৃদরোগে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে সৌদি আরবে। মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দুশ্চিন্তা আর পরিবারের চিন্তা করে মানসিক ভারসাম্যহীন হয়ে নিজ বাসায়, হাসপাতালে মারা যাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা।
এ পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।