সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়ামিন (২৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত ইয়ামিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল বাশার।
জানা যায়, গতকাল বুধবার নাজরান শহর থেকে কাজ শেষে রিয়াদে বাসায় ফেরার পথে আল-বিশাল নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামিনসহ কয়েকজন গুরুতর আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ইয়ামিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ইয়ামিনের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।