সৌদি আরবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
চিটাগাং ইয়ুথ ক্লাব-সৌদি আরবের স্পোর্টস উইং গোল্ডেন স্পোর্টস ক্লাব-বাথার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মো. সুমন ও মিল্লাত রাব্বির সার্বিক তত্ত্বাবধানে এবং চিটাগাং ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট বখতিয়ার মোহাম্মদের পরিচালনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মো. শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন ট্রান্স মিডল ইস্ট গ্রুপের পরিচালক মঈনুদ্দীন মানিক, কারি আবদুল হাকিম, ব্যবসায়ী আজিজ শিকদার, আরটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান আবুল বশীর।
খেলা শেষে বিজয়ী মো. সুমন ও মিল্টন এবং রানার্স আপ টিপু ও মুকুটের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টিপু।