সৌদি আরবে নির্যাতিত নারীদের পাশে বাংলাদেশি ডক্টর ফোরাম
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে বাংলাদেশ থেকে আসা নারীরা বাসায় ও বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। এখানে কাজ করতে এসে মাঝেমধ্যে অনেক নারী নির্যাতনসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ কারণে অনেক সময় তাঁরা নিজ কর্মস্থল থেকে পালিয়ে যান বা কাজে অপারগতা প্রকাশ করেন। তখন তাঁদের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতার প্রয়োজন হয়।
কনস্যুলেট নির্যাতিত নারীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং সেফ হাউস নামে তাঁদের পুনর্বাসন করে আইনি সহযোগিতাসহ দেশে ফেরত পাঠানোর ব্যাবস্থা করে।
সেফ হোমে থাকা নির্যাতিত নারীদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং বিভিন্ন রোগের সেবা প্রদানসহ তাঁদের বিনা মূল্যে ওষুধ সামগ্রী দিচ্ছে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তারদের সংগঠন বিডি ডক্টরস ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চল।
ফোরামের পক্ষ থেকে এই কার্যক্রম নিয়মিত চালু রাখা এবং নারীদের দেখাশোনার ব্যাপারে সার্বক্ষণিক একজন চিকিৎসক নিয়োজিত থাকবেন বলেও ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা নারী শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে নারী শ্রমিকদের আইনি পরামর্শ থেকে শুরু করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও বিডি ডক্টর ফোরাম সেই লক্ষ্যে এগিয়ে আসায় আসায় আমি তাদের বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
নারী শ্রমিকরা জানান, তারা পালিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আশ্রয় নিলে কনস্যুলেট তাদের থাকা-খাওয়াসহ আইনি সহযোগিতা দিচ্ছে এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। তাদের স্বাস্থ্য সেবা দিতে এগিয়ে আসায় ডক্টর ফোরামকে তাঁরা ধন্যবাদ জানান।
এদিকে কনস্যুলেটে পালিয়ে আসা নারীদের সেফ হোমের ধারণ ক্ষমতা ৩০ থেকে ৩৫ জন। এখন দিন দিন সেই সংখ্যা বাড়ছে। বর্তমানে ৮০ থেকে ৮৫ জন নারী সেফ হোমে রয়েছেন।