মক্কায় ফটিকছড়ির এমপির সঙ্গে মতবিনিময়
সৌদি আরবের মক্কায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের সভাপতি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে মতবিনিময় করেছেন মক্কা আওয়ামী পরিষদ ও ফটিকছড়ির মক্কা প্রবাসীরা।
গত বৃহস্পতিবার রাত ১১টায় মক্কা নগরীর সাফা টাওয়ারে এই মতবিনিময় সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী পরিষদের সহসভাপতি আবদুল কুদ্দুছ, সহসভাপতি হাজি কামাল খান, খানে আলম ও আবদুল খালেক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হোসেন, মো. শাহজাহান, মহিউদ্দিন, নুরুজ্জামান, জামাল উদ্দিনসহ অন্যরা। তাঁরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী ও সাংবাদিক কামাল পারভেজ অভি।