জেদ্দায় মোহনা টিভির এমডির মৃত্যুতে শোকসভা
মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েলের অকালমৃত্যুতে সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় শোকসভা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল ওই শোকসভার আয়োজন করে।
শুরুতে পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত এবং মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েল গত রোববার বনানীর বাসায় মারা যান।
শোকসভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।
মোহনা টেলিভিশনের জেদ্দা প্রতিনিধি মো. ফিরোজের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি সোহেল রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি সাজিদুল ইসলাম, আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার, এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, চ্যানেল ২৪-এর জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমেদ, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া, ডিবিসির রঞ্জু আহমেদ, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউসার আহমেদ ও এশিয়ান টিভির মক্কা প্রতিনিধি রাসেদ প্রমুখ। এতে টেলিকনফারেন্সের মাধ্যমে শোক প্রকাশ করেন মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।