বাহরাইনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১০ জুন শনিবার মানামার ‘আল ওছরা রেস্টুরেন্টে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির সভাপতি হামেদ কাজী হাসান। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান পৃষ্ঠপোষক সাফকাত আনোয়ার চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল সিরাজী বাপ্পি ও যুগ্ম সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশ গঠনের একজন সুদক্ষ কারিগর।
শুভেচ্ছা বক্তব্য দেন বাহরাইন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক শেখ আবদুর রশিদ, হারুনূর রশিদ ও হাজি সামসুজ্জান রাজু, যুবদলের আহ্বায়ক আলা উদ্দিন আলো, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহম্মেদ, মানামা মহানগর বিএনপির সভাপতি নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি ও বিএনপির পৃষ্ঠপোষক ফোয়াদ তাহের সান্তনু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, আইনুল হক, নাছির উদ্দিন, বাবুল কামাল, শাহজাহান মিয়া প্রমুখ।
ইফতারের আগে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। কোরআন তিলাওয়াত করেন হাফেজ মো. আনোয়ার হোসেন।