সৌদি আরবে ‘গরিব মোদের আপনজন’ সংগঠনের আলোচনা সভা
সৌদি আরবের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গরিব মোদের আপনজন’ এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় গত সোমবার দেশটির দাম্মামে প্রদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আলী হোসেন মিদ্দা, জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আলম খান, আইন বিষয়ক সম্পাদক আজহার রায়হান ও কবি ফয়েজ উল্লাহ রবি।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশে গরিব দুঃখী মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলার ‘গরিব মোদের আপনজন’। এ সময় সমাজের অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাসেম বাবুল, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।