স্পেনে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী
দেশ থেকে বহুদূরে থাকা হলেও উৎসব তো আর ভোলা যায় না। তাই প্রবাসের ব্যস্ত জীবনে একটু উৎসবের ফুরসত পেলে এক হন প্রবাসীরা। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে মাদ্রিদ শহরের পিরামিড পার্কে অনুষ্ঠিত হয়েছে এমনই এক ঈদ পুনর্মিলনী। এই আয়োজন ছিল গত ২৮ সেপ্টেম্বর।
মাদ্রিদ শহরের কাছেই চমৎকার পিরামিড পার্ক। সবুজের সমারোহ হেমন্তের ঝিরিঝিরি বাতাসে রৌদ্রোজ্জ্বল এক বিকেলে একে একে প্রবাসীরা হাজির হন পার্কে। তাঁদের সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি মাহফুজুল হক শোভন ও সাধারণ সম্পাদক নুরুল হক নুরু। গল্প, আড্ডা, শিশুদের খেলাধুলায় প্রাণোচ্ছল হয়ে ওঠে চারপাশের পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন নিজাম মুন্সি, মো. শাহিন, এস মাসুদুর রহমান নাসিম, মোখলেসুর রহমান, রাসিদ আল মামুন, মিয়া মো. ওয়াদুদসহ অনেকে।