মালয়েশিয়ায় বাংলাদেশি শিশুদের প্রি-স্কুল, ভর্তি চলছে
এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের অন্যতম পছন্দের স্থান মালয়েশিয়া। এক সময় মালয়েশিয়ায় শুধু শ্রমিকই রপ্তানি করত বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেশটির শিক্ষাব্যবস্থার উন্নতি এবং সেখানে পড়াশোনার খরচ কম হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও এখন পছন্দের শীর্ষে মালয়েশিয়া। শুধু তাই নয় মালয়েশিয়ায় এখন পরিবার নিয়ে বসবাসকারী বাংলাদেশির সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে।
মালয়েশিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষার জন্য তাই প্রি-স্কুল তৈরির উদ্যোগ নিয়েছেন ইউনিভার্স ব্রিলিয়েন্ট রিসোর্সের পরিচালক হাফিজুর রহমান। প্রি-স্কুল পরিচালনায় ইউনিভার্স ব্রিলিয়েন্ট রিসোর্সের সহযোগী প্রতিষ্ঠানের রয়েছে ১৬ বছরের অভিজ্ঞতা। আর এ প্রতিষ্ঠানের পরিচালক হাফিজুর রহমান পাঁচ বছর বাংলাদেশের বিভিন্ন স্কুল ও কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিশুদের মেধা ও মননের বিকাশের জন্যই তাঁর এ উদ্যোগ। তিনি প্রবাস মালয়েশিয়ায় গড়তে চান আরেক বাংলাদেশ।
মালয়েশিয়ায় বাংলাদেশি পরিবারের সন্তানদের জন্য বিশেষভাবে উপযোগী কোনো স্কুল নেই। থাকলেও ততটা প্রচার ও প্রসার নেই বললেই চলে। আর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল স্কুলগুলোর টিউশন ফি অনেক বেশি। যা বহন করা বেশির ভাগ বাংলাদেশি পরিবারের সামর্থ্যের বাইরে।
আর এসব বিষয় বিবেচনায় নিয়েই হাফিজুর রহমান এ স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, আমরা প্রথমে প্রি-স্কুলিং দিয়ে শুরু করছি। পরবর্তী সময়ে ‘এ’ লেভেল পর্যন্ত ইন্টারন্যাশনাল স্কুল ও প্রবাসীদের স্কুল প্রতিষ্ঠা করব। শিশুদের জন্য এ স্কুলটির নামও খুব সুন্দর ‘লিটল টুইংকেলস’। স্কুলটি হবে কুয়ালালুমপুরের ডানা কোটায়।
পর্যায়ক্রমে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় এই স্কুলটির শাখা প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশেও এই স্কুলটির শাখা প্রতিষ্ঠার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। স্কুলটিতে ২০১৬ সেশনের জন্য চলতি বছরের ১ নভেম্বের থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে । যেসব বাচ্চার বয়স দুই থেকে ছয় বছর তারা এখানে ভর্তি হতে পারবে।
দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য টডলার (Toddler) , তিন বছর বয়সীর জন্য প্লে-গ্রুপ (Playgroup), চার বছর বয়সী বাচ্চাদের নার্সারি (Nursery), পাঁচ বছর বয়সীর জন্য কেজি-১ এবং ছয় বছরের বাচ্চাদের কেজি-২ তে ভর্তি করা যাবে।
মালয়েশিয়ায় কর্মজীবী মায়েদের জন্য একটি সুখবর হলো- বাচ্চাদের এখানে ডে-কেয়ার (Day care) ও ইনরিচমেন্ট (Enrichment) প্রোগ্রামে ভর্তি করা যাবে। যেখানে বচ্চারা স্কুল শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকতে পারবে।
প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, এই স্কুলে বাংলাদেশিদের জন্য থাকবে বিশেষ সুযোগ ও প্রাধান্য। মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি পরিবারের সন্তান ছাড়াও এখানে মালয়, চাইনিজ, তামিল, পাকিস্তানি ও অ্যারাবিয়ানসহ বিশ্বের সব দেশ থেকে আগত শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।
বাংলাদেশি যে শিশুরা এই স্কুলে ভর্তি হবে তাদের অভিভাবকরা দীর্ঘমেয়াদি গার্ডিয়ান ভিসায় সন্তানদের সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করতে পারবেন। স্কুলটির শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় তা সব দেশের শিক্ষার্থীদের জন্য একত্রে শিক্ষাগ্রহণ সহজ হবে। মালয়েশিয়ার অন্যান্য ইন্টারন্যাশনাল স্কুলের তুলনায় এখানে ভর্তি ও টিউশন ফি কম, যা বাংলাদেশিদের সামর্থ্যের মধ্যে থাকবে।
লিটল টুইংকেলসে ভর্তির জন্য যোগাযোগ করতে হবে +60146410023 এই নম্বরে। এ ছাড়া ইমেইল করা যাবে- hafizbd02@gmail.com ঠিকানায়।