মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

বিক্রমপুর-মুন্সীগঞ্জের মানুষের সংগঠন হিসেবে মালয়েশিয়ায় যাত্রা শুরু করল বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাংয়ের ইস্তানা হোটেলের বলরুমে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এস এম মোয়াজ্জেম হোসেন নিপুকে সভাপতি ও অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এস কে সেন্টুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এস এম মোয়াজ্জেম হোসেন নিপু এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী অঞ্চল বিক্রমপুর-মুন্সীগঞ্জ। যেখানেই থাকি না কেন, এই মাটির মানুষের জন্য কিছু করতে চাই। আর এ জন্যই প্রবাসে আমাদের এ উদ্যোগ।’
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস কে সেন্টু বলেন, বিক্রমপুরের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সামাজিক এই সংগঠন। মালয়েশিয়ায় অবস্থানরত বিক্রমপুর-মুন্সীগঞ্জের সকলকে এক ছাতার নিচে আনতে আরেকটি সমিতি চালু হচ্ছে।
কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে আছেন— সিনিয়র সহসভাপতি দাতুক মো. সেলিম, সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান, সহসভাপতি একরামুল ইসলাম, সহসাধারণ সম্পাদক টুটুল, মোজাম্মেল হক সুমন ও রাতুল আহমেদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসাংগঠনিক আমিনুল ইসলাম শেখ (ডেনিস), অর্থ সম্পাদক নূরে আলম, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিপন, আইনবিষয়ক সম্পাদক এস কে বাদল, সমাজকল্যাণ সম্পাদক সাগর হোসেন, জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সমবায়বিষয়ক সম্পাদক মাজু দেলোয়ার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জুলহাস।
উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। এ ছাড়া উপদেষ্টা হিসেবে আরো আছেন মাহবুব আলম শাহ, গোলাম সরোয়ার কবির, হাজি মতিউর রহমান, হাজি অহিদুল ইসলাম ও তালেব মোল্লা।