কুয়েতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে কুয়েত বিএনপি।
এ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। কুয়েত বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান এতে সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেন। তাঁরা বলেন, আগামীতে আর কোনো নির্বাচন নয়, আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে।
বক্তারা আরো বলেন, দেশ বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কারো বাকস্বাধীনতা বলতে কিছু নেই। সত্য কথা কেউ বলতে পারবে না। দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। এর থেকে রক্ষা পেতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুয়েত বিএনপির সহসভাপতি আল আমিন চৌধুরী স্বপন, মঈন উদ্দিন মঈন, ইসলামী ঐক্য সংস্থার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ বেলালী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ, কোরআন প্রশিক্ষণের প্রকৌশলী রমজান, বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, সহসাংগঠনিক সম্পাদক আ ন ম তোহা মিলন, আইনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মমিন উল্লাহ পাটোয়ারী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সিকদার, জাহাঙ্গীর আলম, শাহ আলম, লিটন মিয়াজী, আবু সাঈদ, প্রজন্ম দলের সভাপতি পলাশ প্রমুখ।