কুয়েতে প্রবাসী সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
কুয়েতে প্রবাসী সাহিত্য পরিষদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।
স্থানীয় সময় শনিবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ভুলুর সভাপতিত্বে একটি বৈঠক হয়। সে বৈঠকে উল্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সংগঠনের আগের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করেন নেতারা। তাঁরা বলেন, একটি সংগঠন চালাতে গেলে কিছুটা ভুল থাকতেই পারে। সেই ভুল কমিয়ে সামনে আরো ভালো কিছু কীভাবে করা যায়, সেদিকটির খেয়াল রেখে সামনে এগিয়ে যেতে হবে। কুয়েতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন অঞ্চলের সাহিত্যপ্রেমী প্রবাসীদের খুঁজে বের করা এবং তাঁদের সাহিত্য চর্চায় উৎসাহ জোগানো ও সহযোগিতা করতে হবে। সব কবি-সাহিত্যিকের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি করতে হবে।
বৈঠকে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ভুলু ও সাধারণ সম্পাদক কবি আবদুর রহিম লিখিতভাবে আগের কমিটি বিলুপ্ত করেন। নতুন কমিটি গঠনকল্পে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এতে মোর্শেদ আলম বাদলকে আহ্বায়ক, কবি সেলিম রেজাকে সদস্য সচিব, ইমরান সিকদার, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন ও শেখ এহছানুল হক খোকনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৈঠকে আগামী এক মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পত্রিকা ‘জাগরণ’-এর আগের সম্পাদক মাসুদ করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি আগামীতে সম্পাদক নির্ধারণ করবে।