কুয়েতে জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির ইফতার
কুয়েতে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কুয়েত সিটির রাজধানী হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুল আওয়াল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ ও তারিকুল আলম সুমনের সঞ্চালনায় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ বড়ুয়া, বিএনপির সহসভাপতি ও ঢাকা সমিতির সভাপতি সোয়েব আহম্মেদ, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী হাজি, ইসলামী ঐক্য সংস্থার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, কুয়েত যুবদল ও চট্টগ্রাম সমিতির সভাপতি মাহফুজুর রহমান, জালালাবাদ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাইনসহ আরো অনেকে। সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ খান, আবুল বাশার, শেখ মুজিবুর, মকবুল হোসেনসহ অন্যরা সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মইনুল ইসলাম সায়েম। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনীতিক সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।