তৃণমূলের শক্তিই পারে ঐকবদ্ধ আন্দোলন তৈরি করতে
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা সভাপতি মো. শাহজাহান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেই গণরায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। আর এজন্য সবচেয়ে বড় প্রয়োজন ঐকবদ্ধ আন্দোলন। তৃণমূলের শক্তিই পারে সেই আন্দোলন তৈরি করতে।
গতকাল সোমবার সৌদি আরবের দাম্মাম প্রদেশে এক অনুষ্ঠানে মো. শাহজাহান এসব কথা বলেন।
অনুষ্ঠানে দাম্মাম ও এর আশপাশের জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে বিএনপি নেতা শাহজাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দাম্মাম প্রদেশ বিএনপির পক্ষ থেকে তাঁকে বিশেষ পদকে ভূষিত করা হয়।
দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এম এ কাশেম খান।
সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম সুমন, তালুকদার সাইমন, এম কামাল, ফারুক মোল্লা, সোহেল আহমেদ, জাভেদ খান, মফিজ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দাম্মাম প্রদেশ বিএনপির অন্তর্ভুক্ত বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তাঁরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের হেফাজত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।