অবৈধ মুসলিম অভিবাসীদের দেশে গিয়ে ঈদ উদযাপনের আহ্বান

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
এ ব্যাপারে আজ মঙ্গলবার মসজিদ আল-কুরা সংগঠনের একটি ইফতার মাহফিলে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি বলেন, মানবিক দিক বিবেচনা করে অবৈধ শ্রমিকদের ব্যাপারে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হয়েছে। সব অবৈধ অভিবাসীকে নিজ নিজ হাইকমিশনে গিয়ে ভ্রমণ পাসের ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
বৈধ ‘ওয়ার্ক পারমিট’ ভিসায় এসে প্রতারকদের খপ্পরে পড়ে অবৈধ হয়েছেন যাঁরা তাঁদের কাগজপত্র পরীক্ষা করে খুব শিগগিরই একটা সুব্যবস্থা করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন। তবে শিক্ষার্থী ভিসা, নৌকা পথে অথবা ভ্রমণ ভিসায় যাঁরা এসেছেন তাঁদের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।