মালয়েশিয়ার বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজন

মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল সলিলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
লিমকক উইং বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মোয়াজ্জেম হোসেন নিপু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম শাহ।
বাংলাদেশ মালয়েশিয়া বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ বাদল কুয়ালালামপুরে একটি বাংলাদেশি মসজিদ কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব করেন। পরে প্রধান অতিথি কুয়ালালামপুরে একটি মসজিদ কমপ্লেক্স তৈরিতে নিজেদের ইচ্ছের কথা প্রকাশ করেন। সেই সঙ্গে এ ব্যাপারে সব প্রবাসী বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, নবগঠিত এ কমিটি মালয়েশিয়ায় অবস্থানরত বিক্রমপুর-মুন্সীগঞ্জ তথা প্রবাসীদের কল্যাণে কাজ করবে। পরে উম্মাহর শান্তি ও সম্মৃদ্বি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস কে সেন্টু, হাজি মতিউর রহমান, হাজি অহিদুল ইসলাম, তালেব মোল্লা, সিনিয়র সহ-সভাপতি দাতুক মো. সেলিম, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সহসভাপতি একরামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. মাসুদ, সহসাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক সুমন ও রাতুল আহমেদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসাংগঠনিক আমিনুল ইসলাম শেখ (ডেনিস), অর্থ সম্পাদক নূরে আলম, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন, আইন বিষয়ক সম্পাদক এস এম বাদল, সমাজ কল্যাণ সম্পাদক সাগর হোসেন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক মাজু দেলোয়ার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জুলহাস।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা।