শ্রমিকদের আরো যত্ন নিতে মালিকপক্ষকে আহ্বান মালয়েশিয়ার

মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের বাসস্থান, বীমা, উন্নত স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে নতুন করে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছে মালয়েশিয়া সরকার। ওই আলোচনায় অংশ নেওয়া দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নূর জাজলান মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়ায় শ্রমজীবীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে মালিকপক্ষকে।
আজ রোববার মালয়েশিয়ার সুঙ্গাই ম্লেনা হাউজিং প্রজেক্টের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নূর জাজলান মোহাম্মদ এ কথা বলেন।
নূর জাজলান মোহাম্মদ আরো বলেন, পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে বিদেশি শ্রমিক নেওয়ার প্রথম শর্তই হলো তাদের বাসস্থান, স্বাস্থ্যসেবা ও উন্নত নিরাপত্তা প্রদান করা। কিন্তু মালয়েশিয়ায় এর প্রচলন নেই। মালয়েশিয়া সরকার শ্রমিকদের এসব বিষয় বিবেচনা করে এবং দেশটির ব্যবসায়ী মহলের সঙ্গে আলাপের মাধ্যমে এর একটা উপযুক্ত পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। পুনরায় মালয়েশিয়ার সরকার নতুন ‘রি-হায়ারিং’ প্রোগ্রাম ও ‘স্পেশাল ট্রাভেল পাসে’র বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে বলে জানান উপস্বরাষ্ট্রমন্ত্রী।
উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নূর জাজলান মোহাম্মদ আশ্বাস দেন, নিয়োগকর্তাদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় মন্ত্রণালয়ের বক্তব্য উপস্থাপন করা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ জুনের মধ্যে রি-হায়ারিংয়ের এক প্রতিবেদনে বলা হয়, এক লাখ ২৪ হাজার ২৭৯ লোক এই কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছে। তাঁদের যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান উপস্বরাষ্ট্রমন্ত্রী।