রিয়াদে খেলাফত মজলিশের ইফতার মাহফিল
সৌদি আরবের রিয়াদে খেলাফত মজলিশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রিয়াদ হারা শাখা খেলাফত মজলিশ এ আয়োজন করে।
খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা আবদুল মেহেদী, মাওলানা ইসমাইল, মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ী মো. কাপ্তান হোসেন, ব্যবসায়ী আবদুল আজিজ মাশুক, প্রবাসী চান্দিনা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, মাওলানা রহুল আমিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নুরুল আমিন আল তায়েফি।
বক্তারা ইসলামের তাৎপর্যের ওপর আলোচনা করেন। তাঁরা বলেন, পবিত্র মাহে রমজানে যদি আল্লাহর দরবারে আমাদের গুনাহ ক্ষমা চেয়ে নিতে না পারি, তাহলে আর কোন মাসে নেব। কারণ পবিত্র রমজান হলো বরকতময় মাস। আমাদের ইসলামিক জীবন যাপন করতে হবে।