কুয়েতের আব্বাসিয়ায় জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর ইফতার

কুয়েতের আব্বাসিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর ইফতারে আগত অতিথিরা। ছবি : এনটিভি
কুয়েতের আব্বাসিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আব্বাসিয়া এলাকার তাজমহল হোটেলে এর আয়োজন করা হয়।
শফি উল্লাহ লিটনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সহসভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, আল আমিন, রুকন উদ্দিন, আবদুল কাদের, মিজান প্রমুখ। বক্তারা বর্তমান সরকারকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নাজিম উদ্দিন ও বাবলুর সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।