রিয়াদে কুমিল্লা বিএনপির নেতাকে সংবর্ধনা
সৌদি আরবের রিয়াদে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সহসভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার ওই অনুষ্ঠানে প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ত্যাগী, নির্ভীক সংগঠকদের সম্মাননা জানাতে প্রস্তুত সৌদি আরব বিএনপি। তিনি সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল মমিন খান। কাজী আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মনির হোসেন বেপারী, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির পৃষ্ঠপোষক শাহাবুদ্দীন ফরায়েজী, প্রধান উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক ইয়াকুব চৌধুরী, কুমিল্লা জেলা যুবদলের সাবেক প্রধান উপদেষ্টা সাইফুদ্দীন নোমান প্রমুখ।
সভায় প্রবাসী জেলা বিএনপির বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধিত অতিথিকে আজীবন সম্মাননা ও ফুল দিয়ে বরণ করা হয়।