সৌদি আরবের হাইল প্রদেশ বিএনপির ইফতার অনুষ্ঠিত
সৌদি আরবের পূর্বাঞ্চলের হাইল প্রদেশ বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়।
হাইল প্রদেশ বিএনপির সভাপতি দুলাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রদেশ বিএনপিপ্রধান উপদেষ্টা মফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইল প্রদেশ বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর হিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বন্ধুকশি, হাইল মহানগর বিএনপির সভাপতি মাসুদ মোড়ল, সহসভাপতি মনিরুজ্জামান বাউল, সহসভাপতি রাজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ। আর অনুষ্ঠান পরিচালনা করেন হাইল প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীসহ হাইলপ্রবাসী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
ইফতারের আগে জিয়া পরিবার এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।