মক্কায় মসজিদুল হারামে পবিত্র ঈদুল ফিতর পালিত
সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়া হয়। আজ বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে মসজিদুল হারামে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমাতি করেন শেখ ইমাম সালেহ বিন হোমাইদ। প্রতিবছরের মতো এবারও ফজরের নামাজের আগেই মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণের জন্য মসজিদুল হারামের ভেতরে ও বাইরে উপস্থিত হন।
নামাজে সৌদি নাগরিক, প্রবাসী ও বিভিন্ন দেশ থেকে উমরাহ হজ করতে আসা হাজিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে শেখ ইমাম সালেহ বিন হোমাইদ সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।