এনটিভি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় জেদ্দায় দোয়া
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের জেদ্দার মাসনা বাংলাফুটে শুক্রবার বাদ জুমা জেদ্দা এনটিভি দর্শক ফোরামের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেদ্দা এনটিভি দর্শক ফোরামের সভাপতি আলহাজ্ব আবদুর রহমানের সভাপতিত্বে এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের সঞ্চালনায় দোয়া মাহফিল-পূর্ব আলোচনা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা আরটিভি দর্শক ফোরামের সভাপতি আবদুল মান্নান, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ আজাদ চয়ন, মীর মনিরুজ্জামান তফন, শাহ আলম, মো. শাহজাহান, রফিকুল ইসলাম জসিম ও মুক্তিযোদ্ধা এরফান আলী খান।
বক্তব্য দেন আল মামুন শিপন, আলমগীর হোসেন, শেখ মুসতাক, গাজী সাহেদ, মিজান রাজা, মনির হোসেন, মনোয়ার হোসেন খান, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন রাজু, আমিনুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।
আলোচনায় হাসপাতালে চিকিৎসাধীন আলহাজ্ব মোসাদ্দেক আলীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে তাঁকে সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ ব্যক্তি উল্লেখ করে সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। দোয়া পরিচালনা করেন ওয়েছ আহমেদ।
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী সম্প্রতি মালয়েশিয়ায় গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।