মক্কায় এনটিভির চেয়ারম্যানের রোগমুক্তি চেয়ে দোয়া
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর রোগমুক্তি কামনা করে সৌদি আরবের মক্কায় দোয়া হয়েছে।
এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে মসজিদুল হারামে তাওয়াফ শেষে দোয়া মাহফিল হয়।
স্থানীয় সময় সোমবার রাত ১১টার পর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন মক্কার এনটিভি দর্শক ফোরামের মাওলানা রফিক আহমেদ, আবুল কালাম, মো. ইউসুফ, এইচ এম পারভেজ মৃধা, মাওলানা সাবের, শাহাদাৎ হাসান, এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি প্রমুখ।
তাওয়াফ ও দোয়া মাহফিল শেষে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর দ্রুত রোগমুক্তি কামনা ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ।
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন। প্রথমে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।