কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের ২০১৬-২০১৭ দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী হন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার হন লুৎফর রহমান মুকাই আলী, আবদুল বারেক। সংগঠনের তালিকাভুক্ত ৪৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন উপস্থিত থেকে ভোট দেন।
২৯ ভোট পেয়ে আতাউল গনি মামুন সংগঠনের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে এক ভোটের ব্যবধানে জয়ী হন মেজবাহ উদ্দিন সেলিম। তিনি ভোট পান ১৬টি। নিকটতম প্রার্থী আবদুল হান্নান মজুমদার পেয়েছেন ১৫ ভোট। নির্বাচনে তিনটি ভোট বাতিল হয়।
নির্বাচনে নিজ থেকে কোনো পার্থী তাদের নাম বলেননি। এখানে সবাই যেমন ভোটার তেমনি সবাই প্রার্থী ছিলেন। ভোটাররা তাঁদের পছন্দমতো পার্থীর নাম ব্যালট পেপারে লিখে গোপন বাক্সে রাখেন।
প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, নির্বাচনের মাধ্যমে পার্থী বাছাই নিয়ে কোনো ঝামেলা বা হট্টগোল হওয়ার কোনো ঝুঁকি ছিল না। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়।
সহকারী নির্বাচন কমিশনার লুৎফর রহমান মুকাই আলী বলেন, এই নিয়মে সংগঠনগুলো নির্বাচন করলে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না।
কুমিল্লা প্রবাসী পরিষদের নির্বাচন ঘিরে উপস্থিত প্রবাসীদের মাঝে বিশেষ আনন্দ উৎসাহ দেখা যায়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হোসেন উদ্দিন আহম্মদ বলেন, শুধু ভোট দিলে একটি সংগঠনের দায়িত্ব শেষ হয় না। সুখে দুঃখে সব সময় সাংগঠনিক কর্মকাণ্ডের খোঁজ নেওয়া সব সদস্যের কর্তব্য।
আগামীকাল বৃহস্পতিবার অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য পদে নির্বাচিতদের নাম প্রকাশ করার কথা।