মক্কায় প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির প্রতিবাদ
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ায় সৌদি আরবের মক্কায় প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় মক্কার সরাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরব প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক এম জহির আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ফরিদুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি আলহাজ খন্দকার এম এ হেলাল সিআইপি, বিশেষ অতিথি ছিলেন সামসুল আলম আজাদ, আবদুল শুক্কুর, হামিদুল হক হামিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী ও এম এ তাহের।
প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহাব উদ্দিন, শফিউল কাদের, শহিদুল ইসলাম, নুরুল হক, মঈনুল ইসলাম লিঠু, মঈনুল ইসলাম হায়দার, হানিফ হেলালী, মাওলানা ফরিদ আহমদ, শাহ আলম হেলালী, নূর হোসেন খন্দকার, মোরশেদ, শামসুল হুদা গুরা মিয়া, আমান উল্লাহ, কামাল উদ্দিন ও সম্রাট।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ কাল্পনিক ও বানোয়াট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও জরিমানা করার জন্য সরকারের এ জাতীয় কূটকৌশলের তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতি বিলম্বে বাতিলের দাবি জানান। প্রতিবাদ সভায় মক্কার স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।