মালয়েশিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিবাদ সভা

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী পেশাজীবী দল।
স্থানীয় সময় গত সোমবার বিকাল ৫ টায় মালয়েশিয়ার বুকিত সেরডাং একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এই রায়কে ন্যায়বিচারের পরিপন্থী এবং তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রায় বলে উল্লেখ করেন।
জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি মোহাম্মদ শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও কে এম রাসেল খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পেয়েই অবৈধ সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে,সাজানো রায় দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা ও রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যার কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেন বক্তারা।
অর্থ পাচার মামলার রায়ের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন,যেই মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন সেই মামলায় তাঁকে সাজা দেয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। অনির্বাচিত সরকার সাংবিধানিক সকল প্রথা ও প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে। গণতন্ত্র, মানবাধিকার,আইনের শাসন,সামাজিক ন্যায়বিচার কিছুই এখন আর অবশিষ্ট নেই। মানুষের শেষ ভরসাস্থল বিচারবিভাগকেও তারা ধ্বংস করে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে যাচ্ছে। ষড়যন্ত্র করে সাজানো মামলায় রায় দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে ফ্যাসিবাদী সরকার রুখতে পারবে না।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাদল আহমেদ,সবুজ জামান,সেকেন আহমেদ,মাসুদ রানা,জাকির হাওলাদার,মঈনুদ্দিন,শাহ আলম মিয়া,আব্দুল জলিল,মমতাজুর রহমান রিপন,বনি আমিন,হারুনুর রশিদ,কে এম রিয়াজ খান ওয়াহিদুজ্জামান নয়ন,হামিদুল ইসলাম,রেজাউল করিম,বেলাল হোসেন,ফিরোজ আলম,আমজাদ পাঠান,সোহাগ,রনি ইসলাম,রাজীব,দেলোয়ার হোসেন খান রিপন,আনিসুর রহমান,মিলন মাতাব্বর,শিশির খান রিদয়,আনোয়ার সর্দার,টিপন,সিরাজুল ইসলাম,জুলহাস বেপারী,আকতার বেপারী।