তারেক রহমানের রায় বাতিলের দাবিতে সৌদিতে সভা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাচার মামলায় সাজা দিয়ে রায়ের প্রতিবাদে সৌদি আরবের রিয়াদে সভা হয়েছে।
রিয়াদে প্রবাসী মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে ওই সভা হয়। একই সঙ্গে প্রবাসী মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাজাকে পক্ষপাতদুষ্ট ও অবৈধ বলে অবহিত করেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি ও প্রবাসী মেঘনা উপজেলা বিএনপির নেতারা।
প্রবাসী মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মোতালেব মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, সহসভাপতি আবু কাউছার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন ফরায়েজী, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, কাজী আইয়ুব আলী, সাইফ উদ্দিন নোমান, দেলোয়ার হোসেন মেম্বার, মোবারক হোসেন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, মো. কামাল হোসেন, আবদুল আজিজ, মো. ছানাউল্লাহ, মোস্তফা কামালসহ কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।