মালয়েশিয়া জহুর প্রদেশ আ. লীগের ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়ার জহুর প্রাদেশিক শাখা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের একাংশ। ছবি : এনটিভি
ঈদ পুনর্মিলনী পালন করেছে মালয়েশিয়ার জহুর প্রাদেশিক শাখা আওয়ামী লীগ। গতকাল রোববার সন্ধ্যায় জহুর প্রদেশের সেলেসা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুর প্রদেশ শাখা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।
অনুষ্ঠানে কুয়ালালামপুর থেকে আগত কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন জহুর প্রদেশ শাখা আওয়ামী লীগের নেতারা। এ সময় জহুর শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের হারিরায়া বা ঈদ উৎসব উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রাদেশিক নেতারা জহুরবারুতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করে তা সমাধানে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। হাই কমিশনের সঙ্গে আলোচনা করে জহুর প্রদেশে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন নেতারা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জোহর প্রদেশের সহসভাপতি শাহাজাহান আহমেদ, সুমন, শারফিন আহমেদ, ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু।
এ ছাড়া কুয়ালালামপুর থেকে আসা মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মো. শাহাজাহান, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, শাহিন সরদার, যুবলীগের মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য এ কামাল হোসেন চৌধুরী, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাসার সোহেল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, ছাত্রলীগের শেখ আরমানসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, হুমায়ন কবির, শফিকুর রহমান চৌধুরী, তাইজুল ইসলাম মান্না, সঞ্জয় খান্না বিদ্যুত, শাহিনুর রহমান টিটু, মিনহাজ উদ্দিন মিরান, যুবলীগের রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগের মো. সুমন, শ্রমিক লীগের সহসভাপতি রাজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মোল্লা। আরো উপস্থিত ছিলেন জোহর প্রদেশের মো. ফাহিম, আব্বাস, রানা, রুহুল আমিন, মানিক, শাকিল, ইমরান ও শামিম।