ইরাকের সন্ত্রাসী হামলা নিয়ে মালয়েশিয়ায় সেমিনার

যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলায় হতাহতদের সহানুভূতি জানিয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ‘রিচিং ফর গ্লোবাল হারমনি’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউপিএম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসিয়েশন এবং ইরাকি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউপিএমের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত ড. বাসিম হাত্তাব আল তুম্মা।
নাইজেরিয়ান চিনইদু অনি ও আমানি আকরাম ইয়াহিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ইউপিএমের পিএইচডি গবেষক হাসান আলোবেদি।
সেমিনারে ইরাকে বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার ওপর তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপিএমআইএসের প্রেসিডেন্ট মুহাম্মাদ সানি উসমান। মূল বক্তব্য পাঠ ধরেন ইউপিএমআইএসের ভাইস প্রেসিডেন্ট হায়দার ফৌজি মাহমুদ। এ ছাড়া সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএসইউপিএমের প্রেসিডেন্ট আবদুল বাশির, নাসের আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিসার্চ ইনোভেশনের ডেপুটি ভাইস চ্যান্সেলর দাতু ড. মোহা. আযমি, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সভাপতি এস কে আহমেদ ফাহাদ, সেক্রেটারি জেনারেল এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রমুখ।