মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে মোহাম্মাদ রবিউল ইসলামকে আহ্বায়ক ও মো. জিয়াউর রহমান জিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
মালয়েশিয়ার একটি রেস্টুরেন্ট আয়োজিত বিএসইউএমের ঈদ সেলিব্রেশন ও ডিনার-২০১৬ অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বিএসইউএমর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মাদ মহিউদ্দিন মাহি মালয়েশিয়া ছেড়ে চলে যাওয়ায় এবং আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী মালয়েশিয়ার ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএসইউএমের উপদেষ্টা মাহশা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সৈয়দ মো. মিনহাজুর রহমান, এম এইচ এম মোবাশ্বির, আরাফাত হোসাইন রিয়াজ, মুত্তাকিন মাহমুদ শাফায়েত, শারিফুল ইসলাম, শামসুজ্জামান নাঈম, কায়সার হামিদ হান্নান, মো. শাহপরান, কামরুজ্জামান শাহীন, শুভন হোসাইন, মো. রিয়াজুল কারিম, কে এম ফাহাদ, আনিছুর রহমান রিপন, মো. মিজানুর রহমান, এ এস এম রাসেল সিকদার, রায়হান ও হাবিবুল বাশার সুমনকে।
ঈদ সেলিব্রেশন ও ডিনারে মালয়েশিয়ার ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।