মালয়েশিয়ায় বিএসএন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি গবেষক

শিক্ষাক্ষেত্রে গবেষণায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশি ড. মোহাম্মদ মেহেদী মাসুদকে মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট নাইট (বিএসএন) একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সম্প্রতি মাসুদকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।
এর আগে ২০১৪ এবং ২০১৫ সালে মালয়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেহেদী মাসুদ। তাঁকে এরই মধ্যে সরকারি বিশ্ববিদ্যালটির সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
পরিবেশবিষয়ক অর্থনীতির ওপর মোহাম্মদ মেহেদী মাসুদের আন্তর্জাতিক মানের অনেক প্রকাশনা রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি ও ভারত থেকে এসব প্রকাশিত হয়েছে।
এ ছাড়া মেহেদী মাসুদ মালয়েশিয়ার অনেক কমিউনিটি উন্নয়ন প্রকল্পের সঙ্গেও জড়িত, যার মধ্যে আছে আদি মানুষের আর্থিক উন্নয়ন, সামুদ্রিক সুরক্ষিত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন প্রকল্প।
মেহেদী মাসুদ তাঁর সাফল্যের জন্য মা-বাবার দোয়া, সহধর্মিণীর সমর্থন, বন্ধুদের সহযোগিতা এবং সুপারভাইজারদের অবদানের কথা উল্লেখ করেন। নিজের পিএইচডি গবেষণা কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখবে বলেও মনে করেন তিনি।
সম্প্রতি মেহেদীকে ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড রিসার্চ সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশের ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে মেহেদী মাসুদের জন্ম। তাঁর বাবা হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মা শামছুন্নাহার গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই সবার বড়। শিক্ষাজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাফল্য পেয়েছেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কোনো বাধা-বিপত্তি তাঁকে থামিয়ে রাখতে পারেনি।
মেহেদী মাসুদ দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী এবং তাঁর গবেষণা যেন দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সে আশা করেন তিনি।